ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সাম্প্রদায়িকতা রোধে ‘সম্প্রীতি বাংলাদেশ’ এর প্রতিবাদ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৯, ১৭ জুলাই ২০২২ | আপডেট: ১৬:৪৫, ১৭ জুলাই ২০২২

সাম্প্রদায়িক অপশক্তির দুঃসাহস চিরতরে বন্ধ করতে দেশের সকল মুক্তবুদ্ধিসম্পন্ন ব্যক্তির সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছে সম্প্রীতি বাংলাদেশ। একই সঙ্গে পরিকল্পিত এবং অতর্কিত আক্রমণের শিকার হওয়া ক্ষতিগ্রস্থ দুর্বল জনগোষ্ঠির জন্য নিছক সমবেদনা নয়, বিপদের দিনে তাদের পাশে দাঁড়িয়ে সর্বাত্ত্বক সহমর্মিতার প্রতিশ্রুতিও দিয়েছে সংগঠনটি।  

মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতার অসাম্প্রদায়িক দর্শন এবং শত সহস্র বছরের বাঙালি জাতিস্বত্তার ঐতিহ্য বিনষ্ট করতে একটি সুবিধাবাদী স্বার্থান্বেষী গোষ্ঠি প্রায়শই পরিকল্পিতভাবে দেশের ভেতর অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টা চালাচ্ছে বলে মনে করেন সম্প্রীতি বাংলার সদস্যরা। তারা মনে করেন, সম্প্রীতি ও সমৃদ্ধির চলমান প্রক্রিয়া ব্যাহত করতে এই স্বার্থান্বেষী মহল মুক্তিযুদ্ধের চেতনাশ্রিত রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বারবার আঘাত হানার দুঃসাহস দেখাচ্ছে। 

এই পরিস্থিতিতে সম্প্রীতি বাংলাদেশের সদস্যরা মহান মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে সম্প্রীতি বিনষ্টের যে কোন প্রচেষ্টাকে সম্মিলিতভাবে রুখে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এক বিবৃতিতে স্বাক্ষর দান করেছেন। 

স্বাক্ষরদাতাদের মধ্যে রয়েছেন, সংগঠনের আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়,যুগ্ম আহবায়ক মেজর জেনারেল(অব.)মোহাম্মদ আলী শিকদার, 

যুগ্ম আহবায়ক ডা. উত্তম কুমার বড়ুয়া, সাবেক সচিব ও যুগ্ম আহবায়ক মো. নাসির উদ্দিন আহমেদ, সদস্য সচিব অধ্যাপক ড. মামুন আল মাহতাব স্বপ্নীল, কেন্দ্রীয় কার্য-নির্বাহী সদস্য, রেভারেন্ট মার্টিন অধিকারী, কেন্দ্রীয় কার্য-নির্বাহী সদস্য জয়শ্রী বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় কার্য-নির্বাহী সদস্য অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী, কেন্দ্রীয় কার্য-নির্বাহী সদস্য আতিকুর রহমান, কেন্দ্রীয় কার্য-নির্বাহী সদস্য মিহির কান্তি ঘোষাল, কেন্দ্রীয় কার্য-নির্বাহী সদস্য আলি হাবিব, মেজর জেনারেল(অব.) জন গোমেজ, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, অধ্যাপক ডা. কামরুল হাসান খান, কেন্দ্রীয় কার্য-নির্বাহী সদস্য তাপস হালদার, অধ্যাপক আবদুল মান্নান,কেন্দ্রীয় কার্য-নির্বাহী সদস্য ড. বিমান বড়ুয়া, কেন্দ্রীয় কার্য-নির্বাহী সদস্য ড. অসীম কুমার সরকার, কেন্দ্রীয় কার্য-নির্বাহী সদস্য হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কার্য-নির্বাহী সদস্য সাইফ উদ্দিন আহম্মেদ, কেন্দ্রীয় কার্য-নির্বাহী সদস্য অনয় মুখার্জী, কেন্দ্রীয় কার্য-নির্বাহী সদস্য বিপ্লব পাল। 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি